এসো বৈশাখ
চৈত্র শেষে বছর শুরু
এসো বৈশাখ মাস
দারুণ তাপে প্রথম সকাল
চাইছে ভালোবাস।
কিশলয়ে দুলছে শাখা
গাছে কাঁচা ফল
আকাশ বাতাস উঠছে কেঁপে
আসুক বৃষ্টি জল।
আমের দুপুর ক্লান্ত ছায়া
বৈশাখী রোদ ঠায়
নব বর্ষের নতুন আলো
সব বাঙালি পায়।
এসো বৈশাখ পুণ্য মাটির
শুভ বাংলার মাস
নতুন আশায় নতুন ভাষায়
দুর্গতি হোক নাশ।